ধান্দাবাজে সমাজটা আজ
গিয়েছে ভরি,
ছলচাতুরী করে ওরা
ডুবাইছে তরী।
মুখে তাদের নীতির কথা
কাজের বেলায় অর্থহীন,
কিছু লোকের জন্য আজি
সবাই হলাম অর্বাচীন।
ধর্মের লেবাস পরে ওরা
বোমা মেরে মানুষ মারে,
এ ধরনের শিক্ষা কি আর
কোন ধর্মে থাকতে পারে?
এসব কর্ম করে যারা
বেশী কথা কয় ওরা,
ধর্ম যেন ওদের কৃত?
বাকিরা সব অনুচিত।
ধর্মের লেবাস পরে কেহ
আশ্রমে রয় সারাক্ষণ,
সুশ্রী নারী দেখলে পরে
উতলা হয় ওদের মন।
ভারত বাবু আসারাম,
ধর্মে করে ঘুম হারাম।
নারী পেয়ে ঐ বাবুরাম,
সেরে নিল আসল কাম।
ধান্দাবাজের দাপটে আজ
নীতি খুঁজে আপন পথ।
সম্পাদনে সততার কাজ,
চালিয়ে যাবো যুদ্ধ-রথ।
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম