বিধাতাকে চেনা, কঠিন কিছু নয়,
শুধু একটুখানি চিন্তা করলেই হয়।
এই যে ঘুরছে পৃথ্বী, ঘুরছে সূর্য,
একি হতে পারে স্বয়ংক্রিয় কার্য?
বিধাতাকে চেনা কঠিন কিছুনা,
শুধু একটুকু চিন্তা করে দেখ না।
ফুল ফুটে আবার সে ঝরে যায়,
এ তো হয় বিধাতার ইশারায়।
বলতে চাও, এতো স্বয়ংক্রিয় ঘটে?
কেমনে মানব তোমার যুক্তিটা,
কোন ফুল কি ফিরেছে পুনঃ বটে?
যে ফুল কিনা হারিয়েছে তার বোটা।
বিধাতাকে দেখেনি, তাইতো বিধি নাই!
সবিনয়ে তারে আমি প্রশ্ন করতে চাই।
ঐ যে দেখ দিনের শোভা অংশুমালি,
দেখেছকি কেউ তারে চর্মচোখে খালি?
বিধির সৃষ্টি ঐ দিবাকর
দেখতে যারে পারনা,
তবু কি আর হয় না তোমার,
বিধির প্রতি ধারণা?
নিজ চোখে না দেখলে
মানব উদ্গম প্রথা,
অস্বীকার করতে তুমি
তোমার জন্মের কথা।
বিনেতার অপার দৃষ্টি, জাহানের সকল সৃষ্টি,
বুঝতে কেন কষ্ট হয়?
অধিগত ভুল কৃষ্টি, না থাকলে দূরদৃষ্টি,
নিজের জন্মেই দ্বিধা হয়।
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম