কি আর হবে স্মৃতি লিখে

MS ISLAM _ BDTutorials2
1
কি আর হবে স্মৃতি লিখে
কি আর হবে ভালবেসে, এঁকে স্মৃতির আলপনা
জানি একদিন, হবে এসব শুধু শুধু জল্পনা।
শুকনো ফুলে সাজালে ফুলদানি, এযে শুধু কল্পনা, 
বিদায়ের করুণ বীণা তুমি বাজালে তো অল্পনা!

অংশুমালী গেছে চলি, রেখে গেছে দিনের বিষাদ
পূর্ণিমারও যৌবন শেষ তাই ক্ষয়ে গেছে চাঁদ,
নয় কিছু চিরস্থায়ী, হবেই একদিন ধরাশায়ী,
তবে কেন শুধু, মিছের পিছে নিশ্চল আর্তনাদ? 

সময়তে ভুলিও সব, আছে যত দুঃখের স্মৃতি
যন্ত্রণা ভুলিও সব, মেনে নিও বিধির বিধান,   
কি আর হবে স্মৃতি লিখে, যেতে হবে সবই রেখে,   
তবে কেন মিছে কান্দন শুধু বিফল অভিমান?

আনন্দ আর সুখের স্মৃতি যত হয়ে গেছে পার,
চাওনা যতই আবার, পাবেকি ফিরে তুমি আর?
দুঃখ স্মৃতি যত, হয়ে গেছে গত, স্মরিওনা আর,
চিরস্থায়ী নয়রে যা, তার জন্য মন কেন ভার?

চলে যাবোই বিধান মেনে, পাবে কি আমায় জনে! 
কৃতি আর স্মৃতি, সস্নেহ প্রীতি, রয়ে যাবে জাহানে।   
স্মৃতি রাখি যদি গানে, নাহয় কোন কাব্য চরণে,     
কেউ ফেলবে জল, কেউবা ফুল, আমায় স্মরনে।

মোহাম্মদ সহিদুল ইসলাম
সাধারণ সম্পাদক

বাকপ_ সিঙ্গাপুর 

Post a Comment

1Comments
  1. How do I make money from playing games and earning
    These are the three https://deccasino.com/review/merit-casino/ most popular forms of gambling, and are explained in a very ventureberg.com/ concise https://septcasino.com/review/merit-casino/ and concise manner. The most jancasino common forms งานออนไลน์ of gambling are:

    ReplyDelete
Post a Comment