স্বস্তির অভাব

MS ISLAM _ BDTutorials2
0

আলো থেকেই আলো বিচ্ছুরিত হয়
অন্ধকার থেকে কালো ,
খারাপ থেকেই খারাপের জন্ম হয়,
ভালো থেকে ভালো।  

খারাপ লোকের মাঝে থাকে চিরায়ত স্বভাব,
ভালো লোকের ভালতে পায়, স্বস্তির অভাব।  
ভালো পানি পানে গাধায় শান্তি নাহি পায়,
তাইতো গাধা ভালো পানি ঘোলা করে খায়।

কুকুরের তো ভাল্লাগে না
শীতল পাটি,
কুকুর সদায় খুঁজে বেড়ায়,
আলগা মাটি

বিষাক্ত ঐ কিটেরা সব,ডাস্টবিনে যার বাস,
কালো ওদের প্রিয়বস্তু, আলো ওদের ত্রাস।   
যোগ্য লোকের খ্যাতি যখন উদ্ভাসিত হয়,
কীটেরা সব ঈর্ষা করে, নিন্দায় মেতে রয়।  

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম

Post a Comment

0Comments
Post a Comment (0)