চলে তুমি যাবেই যাবে
এটাই হলো রীতি,
এমন কার্য করে যাও
রবে তোমার স্মৃতি।
ফেরার শর্তে আসছ তুমি
চলে যাবে ফিরে,
ফেরার আগে ভেবে নিও
কি নিবি তোর নীড়ে?
চিরন্তন ঐ যাত্রা পথের
একটু অবকাশ,
সময় থাকেই করে নে
তোর হিসাব-নিকাশ।
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি
মানব জীবন পেলে,
বৃথা সবি, জীবন যদি
পশুর সাথে মিলে।
পশুর ভালবাসাও কভু
তুলনাহীন হয়,
মানুষ হয়ে পশুর নিকট
মানবে পরাজয়?
এমন জীবন গড় তুমি
এই নশ্বর ভবে,
কর্ম গুণে, মানব মনে
চিরঅম্লান রবে।
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম