লাল সূর্য আঁকা
সোনামণি মেলায় যাবে
কিনবে নাকি ঘোড়া,
তাছাড়া সে ভাত খাবেনা
দাবি করছে কড়া।
একটিও নয় দুটিও নয়
হাজার রকম বায়না,
বেলুন পেলেই খুশি নাকি!
আরতো কিছু চায়না।
এতো কিছু পেয়েও বাবু
মুখ করেছে ভার,
আরও ১টি জিনিস নাকি
বাদ পড়েছে তার।
এবার বাবু বায়না ধরছে
লাগবে পতাকা,
সবুজ মাঝে থাকতে হবে
লাল সূর্য আঁকা।
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম