সুখ,
সে তো এক ধূধূ মরীচিকা
শুধু শুধু করছ
কেন মিথ্যে অহমিকা?
সুখ,
সে তো অলীক কিছু,
শুধু শুধু ঘুরছ কেন
সুখেরপিছু?
সুখ,
সে তো বেশিরভাগি অধরা
তবু মানুষ
সুখেরজন্য পাগলপারা।
সুখ,
সে তো এক স্পর্শহীন বেদন
সুখেরজন্য করছে মানুষ
সকল বিসর্জন।
সুখ,
সে তো এক মায়াময় ভাতি
তাইতোমানুষ, সুখেরজন্য
চলছে দিবারাতি।
সুখ,
যদিও সে স্পর্শনাতীত
তবু জীবন
সুখ ছাড়া কল্পনাতীত।