তোমায় নিয়ে ভাবতে হবে,
ভাবিনি,
ভাবিনিতো তুমি হবে
আমার গীতের রাগিণী।
ভাবনার জমিন কবেই আমার
হয়েছে হাতছাড়া,
প্রেম আবাসের নিবাসী তুমি
আমি বাস্তুহারা।
সময় পেলেই তোমায় নিয়ে
যখন আমি ভাবি,
বলব এবার তোমায় আমি
মনের কথা সবি।
সামনে তোমার আসি যখন
সব হয়ে যায় ভুল,
বিশৃঙ্খল হয়ে যায় মোর
শৃঙ্খলিত বোল।
মনের কথা বলব সকল
একবার ভাবি মনে,
আবার ভাবি আর কিছু দিন
থাকুক গোপনে।
মনের কথা গোপন রেখে
স্বপন দেখে ভোর,
সকল কথার মূল কথা
আমি শুধুই তোর।
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ অন্যধারা প্রকাশন
Sahidul_77@yahoo.com
