// মোহাম্মদ সহিদুল ইসলাম // বিষয়: কবিতা, প্রকাশকাল: বইমেলা-২০১৪, ওঝইঘ: ৯৭৮-৯৮৪-৫০৩-০৭৩-১, পৃষ্ঠা: ৮০, মূল্য: ১২০ টাকা
সংক্ষিপ্ত:
…‘তাই তো বিধি সদায় আমি তোমারি গান গাই।
মুয়াজ্জিনের কণ্ঠে দেখ কত মধুর সুর’…
…‘তাই তো বিধি সদায় আমি তোমারি গান গাই।
মুয়াজ্জিনের কণ্ঠে দেখ কত মধুর সুর’…
…‘এখানে পৌঁছে কাফেলাপতির, চোখে জল, করুণ হল গলা,
অল্প বিরতির পর দীর্ঘশ্বাস নিয়ে ফের শুরু হল বলা,
শোন হে, আমার সহানুভূতিশীল মুসাফির!’…
অল্প বিরতির পর দীর্ঘশ্বাস নিয়ে ফের শুরু হল বলা,
শোন হে, আমার সহানুভূতিশীল মুসাফির!’…
…‘রানী বিলকিস যাহার কাছে মাথা করেছে নত,
যিনি ইঞ্জিনবিহীন সুপারসনিকে চলছে অবিরত,
সেই সুলায়মান(আ.) এর উত্তরসুরি, আলেম-ওলামা’…
যিনি ইঞ্জিনবিহীন সুপারসনিকে চলছে অবিরত,
সেই সুলায়মান(আ.) এর উত্তরসুরি, আলেম-ওলামা’…
…‘ওরে ও বেকুবের দল,
তোদের কি আছে হায়রে নুন্যতম জ্ঞান,
সর্বকালের শ্রেষ্ঠ বাণী, কোরআন পুড়ালি ক্যান।’…
তোদের কি আছে হায়রে নুন্যতম জ্ঞান,
সর্বকালের শ্রেষ্ঠ বাণী, কোরআন পুড়ালি ক্যান।’…
…‘প্রীতির স্নিগ্ধ ছোঁয়া রইল প্রারম্ভিকতায়,
ভালো আছি ভালো থেকো এই প্রত্যাশায়,
তোমাকে রেখেছি আমার মনের গহীনে,
আমার স্মৃতি রেখ তোমার হৃদয় কোণে।’…
ভালো আছি ভালো থেকো এই প্রত্যাশায়,
তোমাকে রেখেছি আমার মনের গহীনে,
আমার স্মৃতি রেখ তোমার হৃদয় কোণে।’…
এমন সব সংলাপে ভরপুর ‘আবীর’ আশা করি বইটি পড়ে পাঠকের ভালো লাগবে।
লেখক পরিচিতি:
মোহাম্মদ সহিদুল ইসলাম: পিতা: ডা. মোঃ সফি উদ্দিন, ১৯৭৭ সালের ১লা জানুয়ারি ঢাকা জেলার ধামরাই থানার বেলীশ্বর গ্রামে নানা আলী আজগর মুন্সির বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস, ঢাকা জেলার ধামরাই থানার অর্জুন-নালাই গ্রামে, কিন্তু বাবার চাকরিজনিত কারণে তিনি ছোটবেলা থেকেই মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামে বড় হন। বর্তমানে এই গ্রামেই তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি প্রথম। বরুন্ডী সরকারী প্রাইমারী স্কুল থেকে লেখা-পড়া শুরু, কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মঞ্জুরীকৃত ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন থেকে ১৯৯২ সালে এস.এস.সি, সরকারী দেবেন্দ্র কলেজ থেকে ১৯৯৪ সালে আই.কম, ১৯৯৬ সালে বি.কম, ১৯৯৮ সালে ব্যবস্থাপনায় এম.কম করেন। এম.কম চলাকালে তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে যোগদান দেন। চাকুরীরত অবস্থায় এম.কম সমাপ্ত করেন। এর মধ্যে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করেন। ২০০৯ থেকে অদ্যাবধি সিঙ্গাপুরের একটি আন্তর্জাতিক কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছেন।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ‘আবহমান বাংলা ম্যাগাজিন’-এ প্রথম লেখা শুরু। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাসের প্রতি তার আগ্রহ বেশি। তার লেখার উপজীব্য বর্তমান প্রেক্ষাপট। মানুষের দুঃখ-দুর্দশা তাকে বেশি আহত করে। ‘আবীর’ তার প্রথম কাব্যগ্রন্থ। তিনি দেশ-বিদেশের বেশ কয়েকটি অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় নিয়মিত লিখছেন। সে ‘অন্যধারাডটকম’-এর একজন নিয়মিত লেখক।
মোহাম্মদ সহিদুল ইসলাম: পিতা: ডা. মোঃ সফি উদ্দিন, ১৯৭৭ সালের ১লা জানুয়ারি ঢাকা জেলার ধামরাই থানার বেলীশ্বর গ্রামে নানা আলী আজগর মুন্সির বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস, ঢাকা জেলার ধামরাই থানার অর্জুন-নালাই গ্রামে, কিন্তু বাবার চাকরিজনিত কারণে তিনি ছোটবেলা থেকেই মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামে বড় হন। বর্তমানে এই গ্রামেই তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি প্রথম। বরুন্ডী সরকারী প্রাইমারী স্কুল থেকে লেখা-পড়া শুরু, কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মঞ্জুরীকৃত ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন থেকে ১৯৯২ সালে এস.এস.সি, সরকারী দেবেন্দ্র কলেজ থেকে ১৯৯৪ সালে আই.কম, ১৯৯৬ সালে বি.কম, ১৯৯৮ সালে ব্যবস্থাপনায় এম.কম করেন। এম.কম চলাকালে তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে যোগদান দেন। চাকুরীরত অবস্থায় এম.কম সমাপ্ত করেন। এর মধ্যে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করেন। ২০০৯ থেকে অদ্যাবধি সিঙ্গাপুরের একটি আন্তর্জাতিক কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছেন।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ‘আবহমান বাংলা ম্যাগাজিন’-এ প্রথম লেখা শুরু। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাসের প্রতি তার আগ্রহ বেশি। তার লেখার উপজীব্য বর্তমান প্রেক্ষাপট। মানুষের দুঃখ-দুর্দশা তাকে বেশি আহত করে। ‘আবীর’ তার প্রথম কাব্যগ্রন্থ। তিনি দেশ-বিদেশের বেশ কয়েকটি অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় নিয়মিত লিখছেন। সে ‘অন্যধারাডটকম’-এর একজন নিয়মিত লেখক।
সম্পাদক_ অন্যধারা প্রকাশন
Abir-web.jpg (400×600)