মনে পড়লে তোমার কথা,
বুকে আমার লাগে ব্যথা,
চোখে আসে জল,
দূর প্রবাসে কেমনে থাকি,
হিয়া কেমনে ধরে রাখি,
ওই সখি তুই বল।
ভাবতে ভাবতে ঘুমাই যখন
স্বপনে তোরে দেখি তখন
জাগলে সব নিষ্ফল,
মনটা তখন কেমন করে
দুঃখ আমি বুঝাই কারে
ওই সখি তুই বল।
সকাল বিকাল ভর দুপুরে
তুই যে আমার মন পুকুরে
প্রেমেরই উৎপল
তুই বিহনে কেমনে থাকি
হৃদয়টা মোর ধরে রাখি,
ওই সখি তুই বল। মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ অন্যধারা প্রকাশন
Sahidul_77@yahoo.com
