ভার্চুয়াল প্রথমা

MS ISLAM _ BDTutorials2
1


ভার্চুয়াল প্রথমা
...............✏
মোহাম্মদ সহিদুল ইসলাম
হায়রে প্রথমা তুই এখন শুধুই ভার্চুয়াল,
কেমনে ভুলিবো আমি তোর মায়াজাল?
প্রিয়ায় সাথে হয়না কথা বিস্তর সময় হয়ে গেছে পার!
তার সাথে দেখা বুঝি, আমার জন্য অথৈ পারাপার!
জানতাম যদি এমন হবে! রেললাইন বহে সমান্তরাল,
দুই ভূবনের দুই বাসিন্দা, মধ্যে বিরাট কাঁচেরই দেয়াল।
হায়রে প্রথমা তুই এখন শুধুই ভার্চুয়াল,
কেমনে ভুলিবো আমি তোর মায়াজাল?
আমার এখন কেমন কাটে, বুঝবি কি তুই মানস পটে?
ভুল করেছি মিছে মায়ায়, রাখলি না তুই পাশে আমায়
সময় কেন এত যে পাষাণ, বদলে মানুষ বদলে না প্রাণ
সুখের নেশায় ভুলে মানুষ, অতীতের সব খেয়াল।
হায়রে প্রথমা তুই এখন শুধুই ভার্চুয়াল,
কেমনে ভুলিবো আমি তোর মায়াজাল?
ইচ্ছে ছিল থাকবো পাশে, থাকা তো আর হলো না,
এখন আমার ইচ্ছেরা সব, চোখের জলের দোলনা।
কি আর হবে স্মৃতি মেখে, কি আর হবে বেঁচে থেকে,
মোর জীবনে আর হবে কি সোনালী সকাল?
হায়রে প্রথমা তুই এখন শুধুই ভার্চুয়াল,
কেমনে ভুলিবো আমি তোর মায়াজাল?
জানে মন জানে অধীশ্বরে, কত ভালবাসি যে তোরে,
প্রথমা, তোর কথা মোর মনে হলে হারাই অন্ধকারে।
চাইলে তুই আঁধার ঘরে, দিতে পারতি আলোয় ভরে,
অন্ধকারে ফেলে আমায়, তুই এখন শুধুই স্বপ্নজাল।
হায়রে প্রথমা তুই এখন শুধুই ভার্চুয়াল,
কেমনে ভুলিবো আমি তোর মায়াজাল?


Post a Comment

1Comments
  1. সুন্দর কবিতা,অনিন্দ্যসুন্দর ল

    ReplyDelete
Post a Comment