বাংলাদেশে মেট্রোরেল

0

মেট্রোরেল নিয়ে কিছু কথা


মেট্রোরেল নিয়ে কিছু কথা যা সবার জানার প্রয়োজন! 

❑প্রথমত, যাদের রেপিড পাস নেই তারা লাইন ধরে টিকেট কেটে যে গন্তব্যে যাবেন সেটা প্লাটফর্ম নাম্বার ডিসপ্লে তে দেখে নিবেন,  নাহলে আপনার প্লাটফর্ম ১ থেকে ২ এ যেতে আবার নামা লাগবে, এর ভিতর ট্রেন মিস করে ফেলবেন।


❑প্রথম স্টেশন মতিঝল থামে তা সর্বোচ্চ ৩০ সেকেন্ড এর ভিতর ছেড়ে দেয় এবং প্রতি স্টেশনে ৭-১৮ সেকেন্ড এর বেশি অপেক্ষা করে না।


❑ ট্রেন এর গেট এর বাইরে হলুদ দাগ এর পিছনে দাড়ানো বাধ্যতামুলক! এই মেট্রোরেল এ যদি আপনি ঝামেলামুক্ত এবং শান্তি তে চলতে চান তাহলে অবশ্যই এই এমারটি পাস ৫০০৳ বিনিময়ে কিনে ফেলুন! যার মধ্যে ৩০০৳ ব্যবহার করা যাবে।


এই কার্ড এর অনেক সুবিধা রয়েছে-

❑ ১০% ভাড়া কম প্রতি যাতায়াত এ,

❑ ১০ বছর মেয়াদ একটি কার্ড এর,

❑ ঝামেলা ছাড়া ডাইরেক্ট আলাদা লেন ব্যবহার করতে পারবেন এতে ধাক্কাধাক্কি করে গেট পাছ করা লাগে না।

❑ এই কার্ড কি পরিমান টাইম সেভিং সেটা ব্যবহার করলেই বুঝবেন।


যা যা শর্ত রয়েছে,  আপনি কার্ড দিয়ে পাস করার পর যদি ট্রেন এ না উঠে ঘুরাঘুরি করেন ৫০ মিনিট এর বেশি আপনাকে অটো জরিমানা করা হবে! এই বিষয় আরো বিস্তারিত সেখানে লিখা আছে স্টেশন এর দেয়াল এ! 


আর আপনার প্রতিটা পদক্ষেপ কতৃপক্ষের সিসি টিভি তে পর্যবেক্ষন করা হয় তাই যেখানে সেখানে ময়লা ফেলা অথবা অন্য কোন উল্টো পালটা কাজ করলে তা রেকর্ড এ থাকবে যা পরবর্তি তে আপনার সমস্যা হয়ে দাঁড়াবে।

আমরা সবাই আমাদের এই অসাধারণ সম্পদ কে রক্ষা করতে পারলে হাজার হাজার মানুষ এর অনেক উপকার হবে।



Post a Comment

0Comments
Post a Comment (0)