বাঁধনহারা

0

বাঁধনহারা

ভাষার গান (অমর একুশে স্মরণে)


আমার মুখের ভাষা তুমি কাইড়্যা নিবে!

স্বৈরাচারী দাবী তোমার মানতে হবে?

কেমনে আমি মানি তোমার অন্যায় দাবীখান?

তাইতো ওরা দিয়েছিল ভাষার জন্য প্রাণ।

আয় ছুটে আয় ভাইবোনেরা,

আমরা আজি বাঁধনহারা,

সুখেদুঃখে গাইবো মোরা ফেব্রুয়ারির গান।

রাখবো দেশের মান, 

গাইবো ভাষার গান,

ফেব্রুয়ারির গান।


ভাই হারা ঐ বোনের কান্না দেখছো কি তুমি!

যার অশ্রুতে আজো ভিজা আমার পুণ্যভূমি,

কে কোথায় আসিস তোরা?

আয়রে ছুটে ভাইবোনেরা,

এতিম বোনের শপথ নিয়ে হইবো আগুয়ান,

সুখেদুঃখে গাইবো মোরা ফেব্রুয়ারির গান।

রাখবো দেশের মান, 

গাইবো ভাষার গান,

ফেব্রুয়ারির গান।


পথের পানে চেয়ে আজো দাঁড়িয়ে আছে মা,

কেন যে তার বুকের ধন ফিরে আসেনা!

আসবে কি আর খোকা ফিরে?

গেছে খোকা স্বর্গ নীড়ে,

জীবন দিয়ে রাখছে খোকা মাতৃভাষার মান,

সুখেদুঃখে গাইবো মোরা ফেব্রুয়ারির গান।

রাখবো দেশের মান, 

গাইবো ভাষার গান,

ফেব্রুয়ারির গান।


পলাশ, শিমুল ফুটেছে আজ আইলোরে ফাগুন,

ভাই হারানো সুকের মাসে লাগলোরে আগুন,

রক্তে লাল কৃষ্ণচূড়া ফুটে,

বুকের রক্ত টগবগিয়ে ওঠে,

কসম আমার মাতৃভাষা, রাখবো তোমার মান।

সুখেদুঃখে গাইবো মোরা ফেব্রুয়ারির গান।

রাখবো দেশের মান, 

গাইবো ভাষার গান,

ফেব্রুয়ারির গান।

Post a Comment

0Comments
Post a Comment (0)