তুমি আমার অস্তিত্ব
মোহাম্মদ সহিদুল ইসলাম
❑
এ মন তোমাতেই করেছি সমর্পণ,
জানি এমন তোমার প্রয়োজন নেই,
দিনশেষে হীরক কণ্ঠহারই কন্ঠে থাকে
পুষ্প সৌরভ যতই মধুর হোক
সময়ের পরিক্রমায় তা ধুলায় লুণ্ঠিত হয়।
❑
অপ্রয়োজনীয় জেনেও আমার মনটা,
তোমার ঐ পূন্য চরণে অর্পণ করেছি,
একদিন আমি থাকবোনা এ ভুবনে,
সেদিন বিন্দুমাত্র দুঃখও যদি
তোমার মনে পীড়া দেয়,
আমার ব্যর্থ মনের স্বার্থহীন প্রেমের ছোঁয়া নিও
দেখবে অপূর্ব ভালোলাগায়,
প্রেমের নিউরনে ভরে গেছে তোমার হৃদ মন্দির।
❑
আমি তো বরাবরই বলি
আমি তোমার কেউ না,
কিন্তু তুমি কি জানো তুমি আমার কে?
তুমি আমার হৃদ মন্দিরের দেবী,
তুমি আমার লোহিত রক্ত কণিকা,
তুমি আমার অক্সিজেন,
তুমি আমার অস্তিত্ব,
যা আমার হৃদ স্পন্দনে বার-বার উপলব্ধি করি।
❑
জীবনে হয়েতো তুমি অনেক কিছু পেয়েছো
আরো অনেক কিছুই পাবে,
হয়তো কিছু হরাবেও,
কিন্ত কিছু পাওয়ার জন্য
তোমার জীবনের এমন কাউকে হারিওনা,
যে তোমাকে স্বার্থহীন ভালোবাসে,
যে তেমাকে অ-নে-ক বেশী ভালবাসে,
যে তোমার জন্য জান্নাতের দরজায়
অপেক্ষায় অঙ্গীকারবদ্ধ।
❑
আমায় যদি প্রশ্ন করো, আমাকে কতবার মনে পরে?
কতবার মনে পড়ে, সংখ্যায় বলতে পারবো না,
তবে এতটুকু বলতে পারবো
একটি মুহূর্তও তোমাকে মন থেকে সরাতে পারিনা।
❑
তুমি ছাড়া ভাবতে চাইনা কিছু, ভাবতে পারবো না,
তুমি ছাড়া ত্রিভুবনে কাউকে আপন লাগে না,
অনুক্ষণে তুমি,
অনুভবে তুমি,
তনুমনেও তুমি,
ওগো আমার রব,
তুমি তো জানো, সে যে আমার সব।
❑
আমি মন্দ জানি, তবু মনটা করেছি অর্পন,
স্বার্থহীনা ব্যর্থ আমি, তোমার ঐ পূন্য চরণে,
বিন্দুমাত্র দুঃখ যদি কভু মনে দেয় পীড়ন,
এই নিঃস্বার্থের ছোঁয়া নিও প্রেমের নিউরনে।