হ্যাঁ তোকে ভালোবাসি ❑মোহাম্মদ সহিদুল ইসলাম

0
হ্যাঁ তোকে ভালোবাসি
মোহাম্মদ সহিদুল ইসলাম
আমি তোকে ভালোবাসি,
হ্যাঁ আমি তোকে খুব ভালোবাসি,
তোকে ভালোবাসি মানে শুধু ভালোবাসি না,
তোকে দেহ-মনের সবটা জুড়ে ভালোবাসি,
তোকে পুরোটাই ভালোবাসি।
তোকে ভালোবাসি মানে তোর সারাদিনের ব্যস্ততা,
তোর কর্ম-চাঞ্চল্যতাকেও ভালোবাসি।
ভালো যখন বেসেছি,
তখন তোর যে কোনো অবস্থান,
অতীত, বর্তমান, ভবিষ্যৎকেও ভালোবাসি।
তোর একাকিকত্ব,
তোর বিরহ, দু:খ , কষ্ট, তোর ঘামে ভেজা ক্লান্ত শরীর,
নির্ঘুম রক্তচোখ, এককিকত্ব,
অবসাদগ্রস্ততা সবকিছুকেই ভালোবাসি।
হয়তো তুই খুব করেই চাস আমার সাথে কথা বলতে,
ইচ্ছে থাকার পরও আমার সাথে অনেকটা সময় কথা বলতে পারিস না,
এমন তো হতেই পারে দায়িত্ব পালন করতে গিয়ে
তুই পেরে উঠিস না,
তোর সময় হয়ে উঠে না,
আমার সাথে খুনসুটিতে মেতে উঠার।
তোকে যখন ভালোবেসেছি,
তখন তোর এই ব্যস্ততাকেও আমি ভালোবাসি।
হ্যাঁ জেনে রাখিস, আমি তোর সবটাকেই খুব ভালোবাসি।
এই যে যোজন যোজন দূরে থাকা,
দূর থেকেও কাছে আসা,
এই যে তোকে তীব্র কাছে চাওয়া,
এই যে প্রচণ্ড বুকে জড়ানোর আকাঙ্ক্ষা,
এই যে অদৃশ্য রক্তের বাঁধন,
এই যে নীরব টান সবকিছু মিশিয়েই তোকে প্রচণ্ড ভালোবাসি।
শোন, তোকে ভালোবাসি যখন,
তখন তোর চারপাশের পুরো জগতটাকেই আমি ভালোবাসি,
বিশেষ করে তোর অতীতকে শ্রদ্ধার সাথে ভালোবাসি,
তোর বর্তমান এবং ভবিষ্যৎকে আরাধিত ভালোবাসি,
তোর জন্য অপেক্ষা করতে ভালোবাসি,
তোর ছোট্ট একটা কল পেতে ভালোবাসি,
তোর ছোট্ট একটা ম্যাসেজ পেতে ভালোবাসি,
তোর সবটা এতটাই ভালোবাসি যে,
তুই ভালোবাসি না বললি,
অন্তত যদি একটু বলিস ঘুমাও,
অনেক শান্তি নিয়ে ঘুমাতে যাই,
হ্যাঁ তোকে ভালোবাসি যখন,
তখন তোর দুঃখ, কষ্ট, রাগ, ম্যান-অভিমান,
সবটাকেই আমি চরমভাবে ভালোবাসি।

Post a Comment

0Comments
Post a Comment (0)