তুমিই আমার পৃথিবী ❑ মোহাম্মদ সহিদুল ইসলাম

0
তুমিই আমার পৃথিবী
মোহাম্মদ সহিদুল ইসলাম
আমার অনুপস্থিতিতে তোমার কোথাও
শূন্যতা বিরাজ করে কিনা! জানিনা,
কিন্তু
তোমার অনুপস্থিতি যে আমার জীবনে
কতটা শূন্যতা বিরাজ করে?
সে আমি বুঝাতে পারবো না।
তবে এটুকু বলতে পারবো,
তোমার অনুপস্থিতিতে আমার পৃথিবী
পুরোটাই নিস্তব্ধ অন্ধকারে ভরে যায়।
কারণ,
আমি তোমার পৃথিবী না, কিন্তু
তুমি যে আমার পৃথিবী।
আমার নীরবতায় হয়তোবা
তোমার কিচ্ছু আসে যায় না,
কিন্তু
তোমার নীরবতায় আমি যে কতাটা
অভিঘাতে জর্জরিত হই
সে আমি বুঝাতে পারবো না।
তবে আমি বলতে পারি,
তোমার নীরবতায়
আমার বেঁচে থাকার জগৎ যেন
টর্নেডোয় বিধ্বস্ত বিমূর্ত পৃথিবী।
কারণ
আমাকে নিয়ে তোমার পৃথিবী না
কিন্তু
তোমাকে ঘিরেই আমার পৃথিবী।
তুমিই আমার পৃথিবী।
তুমহীনা বেঁচে থাকার জগৎ আমার
সাইক্লোনে বিধ্বস্ত অরণ্য,
তুমিহীনা পৃথিবী আমার
অন্ধকারে নিমজ্জিত কেয়ামত।

Post a Comment

0Comments
Post a Comment (0)