আমি একটা অপদার্থ

MS ISLAM _ BDTutorials2
1

আমি একটা অপদার্থ
...............✏
মোহাম্মদ সহিদুল ইসলাম
বুঝি না, আমি কেমন আনাড়ি!
কেমনতর অপদার্থ!
মাঝে মাঝে মনে হয়,
আমি বোধহয় পদার্থবিজ্ঞানের
ফরমুলা উল্টে দিয়েছি!
কেন জানিস?
আমার তো ভর আছে,
আছে নির্দিষ্ট আকার,
নির্দিষ্ট আয়তনও আছে,
বল প্রয়োগে বাধা সৃষ্টি করি,
আবার জড়তা ও আছে,
আকার আয়তনে জায়গা দখল করি,
তবু ও আমি একটা অপদার্থ!
কেন জানিস?
আমার দ্বারা,
অতীতেও কিচ্ছু হয়নি,
বর্তমানেও হচ্ছে না,
আর ভবিষ্যতে ও কিছু হবে
বলে মনে হয় না।
বিজ্ঞানের সূত্র অনুযায়ী
সারাদিন ঠেলাঠেলি করে,
মাথার ঘাম পায়ে ফেলে,
একটা পাথর টুকরাকে
যদি বিন্দুমাত্র সরানো না যায়
সেটা কাজ বলে গন্য হবে না।
পক্ষান্তরে
একটা মানুষ যদি
বিনা শ্রমে বাগানের প্রস্ফুটিত গোলাপ
তার বাসরে পায়,
সেটি কাজ বলে গন্য হবে।
সুতরাং
সারা জীবন, পাথর সরাতে
ঘাম ঝরানো ব্যর্থ চেষ্টায়
ফলাফল কি দাঁড়ালো?
যতই আমার আকার আয়তন থাকুক,
পদার্থবিজ্ঞানের বিরাট ব্যাঘাত ঘটিয়ে
আমি একটা অপদার্থ।

Post a Comment

1Comments
Post a Comment