ইতিহাস, সে তো এক বহতা নদী _ Prothom Alo Bondhusova

MS ISLAM _ BDTutorials2
0
ইতিহাস, সে তো এক বহতা নদী,
স্বগতিতে বয়ে চলে নিত্য নিরবধি।

কেউ যদি চায় ইতিহাসের গতি 
করতে রোধ,
ইতিহাস নেয় তার প্রতি উল্টো
প্রতিশোধ।

আজকে যারা ইতিহাসকে করতে
চাচ্ছে রেপ,
ইতিহাসের আস্তাকুরে হবে ওরা
নিক্ষেপ।

বঙ্কিমচন্দ্রের লেখা হতে, করছি
আমি চয়ন,
বদলায় মানুষ, অবিচল থাকে
প্রজন্মের অয়ন,

“জলের যে পথ নিখাত হইয়াছে,
জল সেই পথেই যাইবে,
সে পথ রোধ কর,
পৃথিবী ভাসিয়া যাইবে।”

ঊনিশ’শ প্রচাত্তুর থেকে ৯০ সন,
সত্যকে যারা দিয়েছিল নির্বাসন।
ইতিহাসের কি নির্মম পরিহাস,
সত্যের অধিষ্ঠানে মিথ্যের সর্বনাশ।

আজো কিছু ভণ্ডের দল, এই
বাংলার মাঠে,
সাময়িক লাভের আশায়, উল্টো
পথে হাটে।

সময় থাকতে ওরা যদি না হয়
সাবধান,
ইতিহাসের আস্তাকুরে ওদের হবে
স্থান।

ইতিহাসকে কলঙ্ক দিয়ে, ক্ষমা কেহ
পায়নি অদ্যাবধি,
ইতিহাস, সে তো এক বহতা নদী,
স্বগতিতে বয়ে চলে নিত্য নিরবধি।

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ অন্যধারা প্রকাশন
Sahidul_77@yahoo.com



Prothom Alo Bondhusova

Post a Comment

0Comments
Post a Comment (0)