করযোগ্য আয় না থাকলেও তাকে দুই হাজার টাকা দিতে হবে।

1
“কারো যদি আয় সাড়ে তিন লাখের নিচেও হয়, তাহলে সরকারি ৩৮টি সেবা নিতে টিন লাগবে। করযোগ্য আয় না থাকলেও তাকে দুই হাজার টাকা দিতে হবে।
  • প্রাপ্তি ও নবায়ন করতে হলে;

  • ডিজিটাল প্লাটফর্মে কোন পণ্য বা সেবা বিক্রি করতে হলে;

  • মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ইলেকট্রনিক উপায়ে অর্থ হস্তান্তরে কমিশন, ফি জাতীয় অর্থ পেতে;

  • সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় কোনো সমিতি বা ক্লাব গঠিত হলে বা এ ধরনের ক্লাবের সদস্য হলে;

  • ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি ইত্যাদি পেশাজীবী সংগঠনের সদস্য হলে বা সদস্য হতে চাইলে;

  • পরামর্শক, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল বা নিরাপত্তা সেবা দিয়ে অর্থ গ্রহণ করতে;

  • বিবাহ নিবন্ধক বা কাজী হিসাবে লাইসেন্স পেতে চাইলে;

  • আমদানি-রপ্তানির সনদ পেতে চাইলে;

  • আমদানির এলসি খুলতে চাইলে;

  • কোম্পানি পরিচালক বা শেয়ারহোল্ডার পদ পেতে হলে;

  • ব্যবসা বা বাণিজ্য সংগঠনের বা সমিতির সদস্যপদ গ্রহণ;

  • বীমা কোম্পানির এজেন্ট হিসাবে তালিকাভুক্তি বা নবায়ন করতে হলে;

  • বীমা বা সার্ভেয়ার হিসাবে নিবন্ধন নিতে হলে;

  • অস্ত্রের লাইসেন্স নেয়ার আবেদন করলে;

  • ওষুধ ব্যবসার জন্য ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে অগ্নি-নিরাপত্তা লাইসেন্স,

  • পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স পেতে চাইলে;

  • লঞ্চ, স্টিমার, ট্রলার, কার্গো, বার্জ ইত্যাদি নৌযানের সার্ভে সার্টিফিকেটের জন্য;

  • ইটভাটার অনুমোদন নিতে হলে পরিবহন সেবার ব্যবসা করলে;

  • কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটর বা এজেন্টশিপ চাইলে;

  • পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিতে হলে আয়কর রিটার্ন জমার প্রমাণ দিতে হবে;

  • এনজিও বা মাইক্রো ক্রেডিট সংস্থার জন্য বিদেশি অনুদানের ছাড় দেয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

Post a Comment

1Comments
  1. আমার করযোগ্য আয় নাই, আমি কর দিবো না,কেন আমাকে ২০০০/- দিতে বাধ্য করা হবে।

    ReplyDelete
Post a Comment