Why do I write?

MS ISLAM _ BDTutorials2
0
Why do I write? 

Those who write they have a basic experience. And the experience is often the writer has to face a question, why do you write? I have same experience. Although I did not face any major media but also I had to face this question many times. This question of many to the authors, why? Someone may think that the question might be questioned by anyone interested in curiosity. But there is a reason, nobody can write for any reason. Why does a man want to create a different life sorted alphabetically by letters? Bengal famous writer, Manik Bandyopadhyay wrote, "I write for the words that cannot be told in any other way than writing." I never wanted to be a writer or poet in my life. So the question is stronger that, why do I write? There are some stories in the lives of every human being in the world, whether small or big. Maybe that story is about a former lover, who has been left him very ruthlessly & heartlessly and never looked back at him. The story may be ruthlessly, forced to leave the world innocent babes like Ailean (Syrian Baby). The story may be about the person's uniqueness and many other things. Yes there was a story in my life or have stories. I just wanted to talk to my sweeting, I could not say, wrote her first. There I was afraid also, because in my writings, if she gets hurt or angry with me, then stops writing. But also again wrote her. Since then, I started writing. Now I am writing stories, poems and articles, regularly in our national and local newspapers. Writing became my addiction slowly, when the first thing that was written undisputed to my sweeting. Now, when I get a little time then write. If I feel moody then write. Feel delightful also write. Writing about the misery guts of people. I write for the protest of wrongdoing. I write for the admiration of a good job. For which fancy & love, the earth has made by the creator, I write about this love & amour. Also I write about parting of love. When I came out abroad of my believed, it gave me great pain. For these passions and pains automatically my writing goes on. Unpresumptuous Mohammad Sahidul Islam 

 কেন আমি লিখি? 

যারা লেখালেখি করেন তাদের একটি মৌলিক অভিজ্ঞতা থাকে। আর অভিজ্ঞতা হলো প্রায়ই লিখককে একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়, কেন লিখেন? আমিও এর ব্যতিক্রম নই। বড় কোন গণমাধ্যমের সম্মুখীন না হলেও আমাকেও অনেক বার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। লেখকদের কাছে অনেকের এই যে প্রশ্ন, কেন? কেউ মনে করতে পারেন প্রশ্নটা হতে পারে কৌতুহলের কেউ জেরাও মনে করতে পারেন। তবে কারণ তো আছেই, অকারণে কেউ হয়তো লেখে না। কোন একজন মানুষ কেন অক্ষরের পর অক্ষর সাজিয়ে একটা অন্য জীবন তৈরি করতে চায়? বাংলাদেশের বিখ্যাত লেখক মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘ লেখা ছাড়া অন্য কোনো উপায়ে যেসব কথা জানানো যায় না সেই কথাগুলি জানাবার জন্য লিখি আমি জীবনে কোনদিন লেখক বা কবি হতে চাইনি। তাহলে তো প্রশ্নটি আরো জোরালো হয়, তবে কেন আমি লিখি? পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে ছোট হোক বড় হোক কিছু একটা কাহিনী বা গল্প থাকে। হতে পারে সে গল্প কারো সাবেক প্রেমিকাকে নিয়ে, যে অত্যন্ত নির্মম ভাবে তাকে হৃদয় মাড়িয়ে চলে গেছে, আর কখনো ফিরে তাকায় নি তার দিকে। গল্প হতে আইলানের মত নিষ্পাপ শিশুর নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় নিয়ে। গল্প হতে পারে মানুষের ব্যক্ত ও অব্যক্ত বহুবিধ বিষয় নিয়ে। হ্যাঁ আমার জীবনেও গল্প ছিল বা আছে। আমি যে কথা বলতে চেয়েছিলাম আমার প্রিয় মানুষটিকে, বলতে পারিনি। তাকে প্রথম লিখেছিলাম। সেখানেও ছিল আমার ভয়, কারণ আমার লেখায় যদি সে কষ্ট পায় বা আমার প্রতি ক্ষিপ্ত হয় তাই লিখতে গিয়েও থেমে গিয়েছিলাম। সে যাই হোক তবু লিখেছিলাম। সেই থেকেই আমার লেখা শুরু। এখন আমি নিয়মিতভাবে আমাদের জাতীয় এবং স্থানীয় পত্র-পত্রিকায় গল্প, কবিতা এবং প্রবন্ধ লিখছি। প্রিয় যে মানুষটিকে নিয়ে প্রথম যে অব্যক্ত কথা লিখেছিলাম, সেখান থেকেই আস্তে আস্তে লেখা আমার নেশা হয়ে দাঁড়ায়। আমি এখন একটু সময় পেলেই লেখি। মনে কষ্ট পেলেই লেখি। মনে আনন্দে দোলা দিলেই লিখি। মানুষের কোন দুঃখ দুর্দশা দেখলেই লিখি। কোন অন্যায় হলেই প্রতিবাদ করার জন্য লিখি। কোন ভাল কাজের প্রশংসার জন্য লেখি। যে প্রেম ভালবাসার জন্য বিধাতা এই ধরণী সৃষ্টি করেছেন সেই প্রেম ভালবাসা নিয়ে লিখি। বিরহ নিয়ে লিখি। যখন আমার প্রিয়তমাকে ছেড়ে বিদেশে চলে আসি, এটা আমার মনকে ভীষণভাবে পীড়া দেয়। আর এই কষ্ট এবং যন্ত্রণা থেকেই আমার লেখা গুলি স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। 

বিনয়াবনত 
মোহাম্মদ সহিদুল ইসলাম  

Post a Comment

0Comments
Post a Comment (0)