মোহাম্মদ সহিদুল ইসলাম এর পরিচিতিঃ

মোহাম্মদ সহিদুল ইসলাম
আমার পরিচিতি:

আমি, মোহাম্মদ সহিদুল ইসলাম, পিতাঃ ডাঃ মোঃ সফি উদ্দিন, জন্ম: ১৯৭৭ সালের ১লা জানুয়ারী। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে ১৯৯৮ সালে ব্যবস্থাপনা বিষয়ের উপর এম,কম সমাপ্ত করি। ১৯৯৮ হতে ২০০৮ সাল পর্যন্ত আমি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করি। ২০০৯ সাল হতে অদ্যাবধি (২০২০)  সেমবক্রপ মেরিন লিঃ, সিঙ্গাপুরে কাজ করছি।


মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের আবহমান বাংলা ম্যাগাজিনে প্রথম লেখা শুরু। আমার লেখা বইগুলি হচ্ছে: “আবীর”, “চির সাথী শুচিতা”, “কালের পরিক্রমা”, "প্রেমের সমাধি",  "মাতৃভাষার কবিতা"

এবং 

যৌথভাবে আমার প্রকাশিত কিছু বই:  "১০০ কবির প্রেমের কবিতা ২য়" ,  "১০০ কবির প্রেমের কবিতা ৩য় খণ্ড",  "ব্যথার নীল কাব্য",  "তারুণ্যের অঙ্গীকার",  "রক্তাক্ত বাংলা",  "হৃদয়ে বঙ্গবন্ধু",  "বিরহের ফুল",  "৭১ এর রক্তস্নাত বাংলা", "বাংলার রৌদ্রজলে","রক্তাক্ত আগষ্ট",  "সমন্বয়",  "স্বপ্ন দিগন্ত" ইত্যাদি।  

দেশে অন্যতম সংবাদপত্র প্রথম আলো সহ অন্যন্য আরো অনেক প্রিন্ট মিডিয়ায় আমি নিয়মিত লিখছি।  

আর্টিকেলটি ইংরেজিতে দেখুনঃ 

Post a Comment

0Comments
Post a Comment (0)